মোঃ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): বগুড়ার মাননীয় জেলা প্রশাসক মহোদয় সম্প্রতি মানিকদার পাকরুল হিদাগাড়ী ভাঙন এলাকা পরিদর্শন করেন। ভাঙনের ভয়াবহতা সরেজমিনে দেখার পাশাপাশি তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।