জয়লাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): পহেলা জানুয়ারি ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত হয়।
বর্ণাঢ্য রেলিতে শেরপুর জেলা ছাত্রদলের ফার্স্ট জয়েন সেক্রেটারি ও শেরপুর পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক মির্জা ইমরুল হাসান রিয়াদ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সেখানে শেরপুর জেলা ছাত্রদলের সাবেক ফাস্ট জয়েন সেক্রেটারি সজীব রানা, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ মিসকিন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্মরণ ও বিজয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।