মোঃ নওয়াব ভূইয়া (রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা): রূপগঞ্জঅবৈধ রাষ্ট্র ইসরায়েলের পক্ষে পশ্চিমারা এক হতে পারলে ফিলিস্তিনকে রক্ষায় কেনো এক নয় মুসলিম বিশ্ব! নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে এমন দাবি তুলেন মুসুল্লিরা। রাতের আধারে শিশুদের ওপর নৃশংস হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মধ্য প্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবেনা বলে হুশিয়ারী দেন বিক্ষুব্ধ মুসুল্লিরা। ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বের সব মুসল্লিদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
২১ মার্চ শুক্রবার জুমার নামাজের পর তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ডের সকল মসজিদের মুসুল্লিরা মিছিল বের করে। বরপা সুতালড়া, আড়িয়াবো ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদিক্ষিন করে বরপা মহজমপুর সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুসুল্লিরা।
মিছিলে বিক্ষোভকারীরা ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কিলার কিলার ‘মোদী কিলার, নেতানিয়াহু কিলার’, ‘ওহুদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন স্বাধীন করো ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার সাথে, ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান’সহ বিভিন্ন স্লেগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বরপা কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আবদুল্লাহ, মুফতি জুলফিকার মাহমুদী বাহুবলী, মুফতি রিদওয়ানুল হক সিরাজী, মুফতি বায়েজিদ আহম্মেদ, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আহমদুল্লাহ হেলালী। এসময় আরো উপস্থিত ছিলেন জসিম ভুইয়া, পনির ভুইয়া, তাহমিদ হাসান ভুইয়া, হামিম ভুইয়া, আবু সাঈদ ভুইয়া ও কবির শিকদারসহ সকল ধর্মপ্রান মুসুল্লিরা।
বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নিতে জোর দাবি এবং ইসরায়েলের সব পণ্য বর্জন ও তাদের থেকে সকল সহযোগিতা গুটিয়ে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের পাশে থেকে তাদেরকে সহযোগীতা করারও আহবান জানান।
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
পরে বর্ণবাদী ইসরায়েলের কবল থেকে মজলুম ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।