ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় ফতুল্লা ইউনিয়ন অঙ্গসংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক সন্ত্রাস, চাদাঁবাজির বিরুদ্ধে আয়োজিত শান্তি মিছিলে সন্ত্রাসী হামলা করেছে বহিস্কৃত বিএনপি নেতা(তেল) রিয়াদ চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসীরা। এছাড়াও সন্ত্রাসীরা হোসেন টেক্সটাইল মিলে হামলা চালিয়ে অগ্নি সংযোগ, লুটপাট ও ভাংচুর করার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আক্তার হোসেন।
ঘটনাটি ঘটেছে ১১ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায়। এ ব্যাপারে হোসেন টেক্সটাইলের পরিচালক মোঃ আকতার হোসেন রাত সাড়ে নয়টায় সাংবাদিক সম্মেলনে বলেন, ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক(তেল) রিয়াদ চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক সন্ত্রাসী অর্তকিত ভাবে আমাদের শান্তি মিছিলে হামলা চালায়। এতে আমাদের প্রায় ৪০ থেকে ৫০ জন আহত হয়।
এছাড়াও হোসেন টেক্সটাইল ও ডাইং ফ্যাক্টরীতে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে নগদ ১৫ কোটি টাকার ক্ষতিসাধন করা ছাড়াও ক্যাশ ভেংঙ্গে নগদ ২০ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে যায়। তিনি সাংবাদিকদের জানান, রিয়াদ চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী সৈকত, মিঠু, উজ্জল, হারুন, আরিফ, বাদল, শাকিল, আবুল, সাদ্দাম, সানি, টিপু, শামীম, সুজন, আনিস, শাহ আলম, সোহাগ, সাগর, আমির সহ কয়েক শতাধিক সন্ত্রাসী আমাদের উপর চালায় এবং দুইটি গাড়ি ভাংচুর করে এক্সপোর্ট এর কাপড় ,মেশিনারিজ যার মূল্য ১৫ কোটি টাকার ক্ষতি সাধন করে।
এছাড়াও নগদ ২০ লক্ষ ১৫ হাজার টাকা ক্যাশ ভেংঙ্গ এ নিয়ে যায়। আমাদের মিছিল অংশ নেওয়া চানমিয়ার পুত্র মজিবুর রহমান, বাসেদ মজিদ মিয়া ব্যাপারীর পুত্র লুৎফর রহমান,নুরু খার পুত্র সুমন, আব্বাসের পুত্র মাসুম, আনসার আলীর পুত্র সৈয়দ বাসেদ, মুজাহিদের পুত্র কবির হোসেন সহ প্রায় ৪০ থেকে ৫০ জন আহত হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ও এসআই রফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আকতার হোসেন জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে অর্তকিত হামলায় আমরা হতবাক হয়ে যাই। কিন্তু আমি নাকি উল্টা ওদের উপর গুলিবর্ষণ করেছি যা মিথ্যা ও বানোয়াট।
কারণ গত ৩ তারিখে আমাদের বৈধ অস্ত্রগুলো ডিসি অফিসে জমা দিয়ে আসছি। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমাদের ফতুল্লার বিভিন্ন এলাকায় বিএনপি’র নাম ভাংগিয়ে ডাকাতির ঘটনা ঘটছে। আমরা সেগুলো বন্ধ করার লক্ষ্যে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিলে আয়োজন করেছিলাম। সেখানে রিয়াদ চৌধুরী বাহিনীর হামলায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। তাই প্রশাসনের কাছে তদন্ত পূর্বক বহিষ্কৃত বি,এন,পি নামধারী রিয়াদ চৌধুরীর এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।