এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা উপজেলা সংবাদদাতা): বিএনপি একটি শ্রমিকবান্ধব শ্রমনীতি তৈরি করে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রাপ্তির ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
তিনি বলেন, সেই মজুরি নির্ধারিত হবে মুদ্রাস্ফীতির সঙ্গে সমতা রেখে এবং ফ্রি ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সেইসঙ্গে যত বস্ত্রকল, পাটকল, চিনিকল বন্ধ রয়েছে সেগুলো বিএনপি চালু করে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাদুল্লাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মইনুল হাসান সাদিক আর বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন।
তিনি সারা বাংলাদেশে কোঁদাল হাতে খাল খনন করেছিলেন। এই খাল কেটে বাংলাদেশে সেচ ব্যবস্থা চালু করেছিলেন। যার মধ্য দিয়ে এ দেশের খাদ্য সয়ংসম্পন্ন হয়। জিয়াউর রহমান একজন মনেপ্রাণে শ্রমিক ছিলেন।
এর আগে, একটি র্যালি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত শ্রমিক নেতাসহ শ্রমিক অংশগ্রহণ করেন। এদিকে একই কর্মসূচি পালন করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, উপজেলা ফেডারেল শ্রমিক সংগঠন। অন্যান্য বছরের তুলনায় এবছরে স্বতঃস্ফূর্তভাবে আড়ম্বর পরিবেশে এই শ্রমিক দিবস পালন করা হয়।