মৌলভীবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ সুনামগঞ্জ ও সিলেট জেলার শত শত সিএনজি গাড়ী চুর এর সর্দার কুখ্যাত সিএনজি ডাকাত সর্দার লেংড়া তালেব কে আজ আটক করেছে র্যাব।
মানুষের বাড়ি থেকে রাস্তা থেকে গাড়ি গুলা চুরি করে তার কাছে নিয়ে দিতো তার চুর বাহিনী।
দীর্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে গাড়ি সহ থাকে আটক র্যাপিড একশন ব্যাটালিয়ান ( র্যাব)। ধন্যবাদ জানাচ্ছেন সিলেট বিভাগের সকল সিএনজি মালিক ও চালকগণ র্যাপিড একশন ব্যাটালিয়ান কে এই কুখ্যাত সিএনজি গাড়ি চুর কে আটক করার জন্য।