শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা):  গাইবান্ধায় চাকরি দেওয়ার কথা বলে সাড়ে সাত লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সেকেন্দার আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে। তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার মধ্য দামোদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি অর্থ আত্মসাতের মামলায় কারাগারে রয়েছেন।সেকেন্দার আলী সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুর এলাকার মৃত শহর আলী বেপারীর ছেলে। এ ঘটনায় গাইবান্ধায় জেলা জজ আদালতে মামলা করেছেন চাকরিপ্রার্থী ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার মধ্য দামোদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নামে স্থানীয় তপন কুমার ও লিলি বেগমসহ বেকার ৪-৫ জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক সেকেন্দার আলী। পরে চাকরি না দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেন। উপায় না পেয়ে চাকরিপ্রার্থীদের মধ্য লিলি বেগম বাদী হয়ে আদালতের শরণাপন্ন হন। তিনি প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে ২০২৩ সালের মার্চে প্রতারণার মামলা করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২০ জানুয়ারি হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাকরিপ্রার্থী লিলি বেগম বলেন, ‌‘বিদ্যালয়ে সহকারী কম্পিউটার পদে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক সেকেন্দার আলী। টাকা নিয়ে আমিসহ বেশ কয়েকজনের সঙ্গে তিনি প্রতারণা করছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই বেকার আর দরিদ্র পরিবারের। সহায়-সম্বল বিক্রি করে ও ঋণ করে ওই শিক্ষকের হাতে টাকা তুলে দিয়েছি।

এখন আমরা টাকা ফেরত চাই। আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’ এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী উম্মে ফাতেহা খানম বলেন, ‌‘শিক্ষকদের চাকরি দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে অর্থ গ্রহণ করায় প্রধান শিক্ষক বর্তমানে কারাগারে আছেন।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম বলেন, অভিযুক্ত বর্তমানে কারাগারে আছেন। আদালত তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার সদর থানাধীন রামপুর এলাকা থেকে ১৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারি আটক

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন দুই সাংবাদিক

গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম: গয়েশ্বর

অনলাইনে যেভাবে জানা যাবে এইচএসসির ফল

শিশুদের জন্য দেশিয় সংস্কৃতির রঙ ছড়িয়েছে যমুনার ‘ফিউচার ওয়ার্ল্ড’

শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ব্যবস্থা নিন: মোদিকে ড. ইউনূস

বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন

জুলাই বিপ্লবে বেশি জনসমাগমের স্থানকে অগ্রাধিকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সাক্ষাৎকারে চট্টগ্রামের নতুন মেয়র সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নগরবাসীর সেবা নিশ্চিত করব- ডা.শাহাদাত হোসেন

ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার