মোঃ নওয়াব ভূইয়া (রূপগঞ্জ সংবাদদাতা): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের হল রুমে আগামী ৮ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৬ই অক্টোবর বুধবার বিকাল ৫ টায় স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সম্মিলিত পরিষদের সভাপতি , ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিশৃঙ্খলা জাতি কখনো যুদ্ধে বিজয়ী হতে পারে না।
আমরা সবাই এক সাথে সুশৃৃঙ্খল হয়ে কাজ করব। তিনি আরো বলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না।
আগামী ৮ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে সকলের সহযোগিতা কামনা করছি। এই সময় আরো উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোহম্মদ আলী, সাবেক নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, নারায়নগঞ্জ জেলা শ্রমিক দল ও বিআরটিসি শ্রমিক কর্মচারী(৮৫৩) দলের নেতা আমির হোসেন মোল্লা সহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা।