জেলা সংবাদদাতা): আজ ১৯ শে এপ্রি ল ২০২৫ ঐতিহ্যবাহী ,মধ্যে কেরোয়া মরিয়াম ভাট মেমোরিয়াল একাডেমিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক , বৃন্ধ এবং এলাকার মান্যগণ্য বর্গগণ। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির ভাট, মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা জামে মসজিদের সম্মানিত খতিব, হাফেজ, মাওলানা সৈয়্যদ মাহমুদুল হাসান সাহেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন ,জান্নাতুল ফেরদৌস, আকলিমা,হাসি আক্তার ,সহ আরো অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন,।
উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, জনাব, হুমায়ুন কবির ভাট, বলেন আমি এই প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্দেশ্য হল অত্র এলাকাতে কোন প্রতিষ্ঠান নাই যাতে করে অসহায় গরীব ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করে দিনের আলো বা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে পারে এবং বর্তমান সময়ের উপযোগী কে লক্ষ্য করে এ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমানে কেরোয়ার মধ্যে এমন প্রতিষ্ঠান দিয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি আজকে যে ছোট ছোট শিশুরা একসময় মক্তব ছিল ছাত্ররা সে মক্তবে গিয়ে পড়ালেখা করত এখন কিন্তু সে মক্তব আজকে দেখা যায় না যাহা বিলুপ্ত হওয়ার পথে।
আমার থেকে অনেক ভালো লাগলো আজকের ছোট ছোট শিশুরা দোয়া ,কালেমা, মাসালা ,হাদিস, শিখতে পেরেছে এমন কি তাদের অভিভাবকরা খুশি।
আমি আশা করি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরো উন্নত আরো সমৃদ্ধশালী যুগ উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান তিনি বলেন, দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ ,আল হাদিস পড তোমার প্রভুর নামে ,যিনি তোমাকে সৃষ্টি করেছে, দুটি কথার ব্যাখ্যা দিয়ে তিনি অনেক কথা বলেছিলেন, তিনি বলেন এমন একটি প্রতিষ্ঠান বাংলা, ইংরেজির ,পাশাপাশি ,আরবি, কোরআন ,হাদিস, মাসালা ,সহ ছাত্রদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেছে এ বিষয়ে আমি আজকে খুব আনন্দিত।
এক সময় এ প্রতিষ্ঠানগুলোতে আরবি পড়ার তেমন কিছু প্রচলন ছিল না এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সকল কেজি স্কুলগুলোতে আরবি পড়াই প দিয়ে ছাত্রদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন একমাত্র কোরআন শিক্ষা থাকার কারণে। উক্ত অনুষ্ঠানের আখেরি মোনাজাত করেছেন মাওলানা হাফেজ মাহমুদুল হাসান তিনি প্রতিষ্ঠান এবং এলাকার প্রতিষ্ঠা পরিবারের সহ অনেকের জন্য দোয়া কামনা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির ভাট । জয়নাল আবেদীনের সঞ্চালনায় মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়েছে।