মোঃ সাইফুল রহমান মিতু: মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।
সারাদেশে এই স্লোগান কে সামনে পালিত হলো মহান মে দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা- সংগঠন দিবসটিতে পালন করছে শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত নারায়ণগঞ্জ চাষাড়ায় শহীদ মিনারে ১লা মে বিকাল পাঁচ ঘটিকায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা এফএম আবু সাঈদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
সভাপতি-বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া ফেডারেশনের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নারায়নগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ জনসভায় অংশ নেন।
বক্তব্যে নেতারা মহান মে দিবসের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে জীবন দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন।
দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে । মালিক-শ্রমিক সম্পর্ক এর ফলে শ্রমিকরা দৈনিক কাজের সময় আট ঘণ্টায় নেমে আনেন। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে সামাজিক শ্রেণি-বৈষম্য পুরোপুরি দূর না হলে মে দিবসের তাৎপর্য- শহীদদের মর্যাদা ও শ্রমিক অধিকার রক্ষা- নিশ্চিত হবে না। আসুন শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।