শ্রী লালমোহন শীল (কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা): নীলফামারী আজ পহেলা মে কিশোরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ বিএনপি আরো অন্যান্য দল অংশগ্রহণ করেন, বক্তারা মে দিবসের স্মৃতি উচ্চারণ করেন এবং বিভিন্ন শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে কমিটি করার জন্য পরামর্শ দেন এবং তাদের ন্যায্য পাওনা আদায় কাজ করার সুপারিশ করেন।
আলোচনা সবার শেষে সবাই রেলিতে অংশগ্রহণ করে নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক লেবার শ্রমিকওমটর শ্রমিক রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।