রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মাদারগঞ্জে নকলের দায়ে পরীক্ষার্থী ও শিক্ষককে বহিষ্কার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৭, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় নকল করার দায়ে ১২ পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪ পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রের ২ দাখিল পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক, জোনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোকেশনাল শাখার ৩ পরীক্ষার্থী ও এক শিক্ষক এবং উপজেলার গুনারীতলা ইউনিয়নের ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। তিনি বলেন, নকল ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। যারা নকলের সঙ্গে যুক্ত থাকবে তাদের কাউকে ছাড় নয়। আজ ৪টি পরীক্ষা কেন্দ্রের ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।

স্থানীয় এলাকাবাসী বলেন, আমরা চাই এমন পরীক্ষায় হোক, কারন এই সিষ্টেমে যদি পরীক্ষা হয়,পরীক্ষার হলে যদি নকল না হয়, তাহলে পরবর্তী পরীক্ষার্থী ভাববে যে আমাদের পড়তেই হবে না পড়লে পরীক্ষায় পাশ করতে পারব না ৷ সুতরাং তখন তারা ভালো মতো পড়া শুনা করবে ৷

আর ভালো করে পড়াশুনা করলে আমাদের পরবর্তী প্রজম্ন ভালো হবে ৷ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে যে কঠোর নজরদারি রাখা হয়েছে তাতে প্রশাসনকে সেলুট জানায় ৷ আমরা এমনটাই চাই ৷ সব পরীক্ষার কেন্দ্র যেন এমনই হয় ৷

সর্বশেষ - সংবাদ