মোহাম্মদ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুর মাদারগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা গত ২৭ জুন’২০২৫ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয়।
সুকান্ত চন্দ্র হাওলদারের সভাপতিত্বে, কমলেশ চন্দ্র শীল (সহ সভাপতি), সুশীল চন্দ্র বর্মন (সাধারন সম্পাদক) এর নেতৃত্বে, জগন্নাথ দেবের রথযাত্রাটি ঝালোপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর গিয়ে আবার ঝালুপাড়া মন্দির প্রাঙ্গণে আসে,পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
৫ই জুলাই’২০২৫ শনিবার বিকাল তিনটায় পুনরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে ঝালুপাড়া মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়, তারপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, মন্দির ভিত্তিক প্রধান শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস, শ্রী শিবতোষ বর্মন, শ্রী দিলীপ চন্দ্র বর্মন এবং মাদারগঞ্জের আরও অনেক ভক্তবৃন্দ।