মোহাম্মদ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা): আজ ২৪ জুন ২০২৫ তারিখ দুপুর ২ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ।
প্রস্তুতি সভায় শ্যূটিং ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বার্ষিক সাধারণ সভা সফল ভাবে উদযাপন করার জন্য ৫ টি উপকমিটি গঠন করা হয়।
ক্লাবের আজীবন সদস্যদেরকে আইডি কার্ড প্রদান সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আলী বাবু-সহ ক্লাবের বিভিন্ন পদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।