মোহাম্মদ নুর আলম আকন্দ (নারায়ণগঞ্জ জে জলা সংবাদদাতা):মেহেরুন আফরোজ, পিতা- মোঃ মমিনুর রহমান, – ফতুল্লা থানাধীন ভূইগড়, কুতুবপুর ইউনিয়ন, নারায়ণগঞ্জ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরিক্ষায় মানবিক বিভাগ থেকে ‘খ’ ইউনিটে অংশগ্রহন করে মেধাতালিকায় ২১০ তম স্থান অর্জন করেছে এবং পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যয়নের সুযোগ পেয়েছে।
বর্তমানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ভর্তি ফি, হল বরাদ্দ ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা প্রয়োজন।
তার বাবা একজন অস্থায়ী চাকুরীজীবী এবং পরিবারের ০৫ জন সদস্যের জীবন নির্বাহের খরচ তার একা বহন করতে হয়, যা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এমতাবস্থায় তার ভর্তির খরচ বহন করা তার বাবার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে।
সে জ্ঞানার্জনে আগ্রহী ও মেধাবী শিক্ষর্থী হিসাবে উচ্চশিক্ষা অর্জনে অঙ্গীকারবদ্ধ, কিন্তু পারিবারিক আর্থিক সীমাবদ্ধতা তার এই অগ্রযাত্রায় প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে।
তাই সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নিকট আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেন। এবং সাথে সাথে জেলা প্রশাসক তদন্ত করতে লোক পাঠান এবং তার সত্যতা পেয়ে খুব দ্রুত তার সমস্যার সমাধান করে দেন। এবং বলেন
ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য।
মেহেরুন আফরোজ বলেন ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা আর্থিক সহায়তা করে আমার পড়ালেখা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকব।সত্যি তিনি মানবতার ফেরিওয়ালা ও মানবিক ডিসি।
তার এই আর্থিক সহযোগিতার কথা আমি কোনদিন ভুলবো না এবং এই ঘটনা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে ও উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এই আর্থিক অনুদান।
এই আর্থিক সহযোগিতা না পেলে হয়তো আমার পড়ালেখায় বন্ধ হয়ে যেত। কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আমার উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য আর্থিক অনুদান দিয়ে দৃষ্টান্ত রাখলেন শিক্ষা ক্ষেত্রে।