মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): গেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার (৫ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ কার্যক্রম।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রার্থী তালিকায় সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুইজন – চৌধুরী সেলিম আহমেদ ও শেখ হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও মোঃ হারুন অর রশিদ। সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
আসন্ন সম্মেলন ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি ও গণসংযোগ। ইতোমধ্যে মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের ব্যস্ততা বেড়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের এই সুযোগ ঘিরে এক ধরনের গণতান্ত্রিক চেতনা ও দলীয় শক্তিমত্তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
নির্বাচন মনিটরিং টিম সূত্রে জানা গেছে, আগামীকাল ৬ জুলাই রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারপর্ব।
মোল্লাহাট উপজেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবারও সংগঠিত হয়ে সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।