রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মোল্লাহাটে ছাত্র আন্দোলনের গাড়িবহরে সন্ত্রাসী হামলা: গ্রেফতার ৪

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ৫, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ গিয়াস উদ্দিন  (বাগেরহাট জেলা সংবাদদাতা): বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “মার্চ ফর ইউনিটি” গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের পরিচয়:

১. উজ্জ্বল সরদার (পিতা: খলিল সরদার)

২. মুস্তাক মুন্সী (পিতা: আউব আলি)

৩. মো. মাসুম খা (পিতা: অজ্ঞাত)

৪. মো. মাবু শেখ (পিতা: অজ্ঞাত) মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তে নতুন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঘটনাপ্রবাহ ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাটে “মার্চ ফর ইউনিটি” গাড়িবহরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সময় স্থানীয় কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করেছে।

আশ্চর্যের বিষয়, থানার সামনেই এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিক কোনো পুলিশি পদক্ষেপ দেখা যায়নি। ছাত্র নেতাদের প্রতিক্রিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেছেন, “ফ্যাসিবাদী শক্তি আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তবে আমাদের সংগ্রাম চলবে।”

অন্যদিকে, সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এ হামলার সুষ্ঠু বিচার না হলে আমাদের আন্দোলন আরও ব্যাপক হবে। শিক্ষার্থীরা কখনো তাদের রক্ত বৃথা যেতে দেবে না।

” আইনি ও নিরাপত্তা ব্যবস্থা এ ঘটনায় মোল্লাহাট থানায় ৭০ জন এবং খুলনা থানায় ৭৪ জনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৪৫-৫০ জন অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - সংবাদ