প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখায় ধর্ষণের শিকার সেই শিশুটির পাশে দাঁড়ালেন এম নাসের রহমান

আব্দুল কাইয়ুম (মৌলভীবাজার জেলা সংবাদদাতা): হৃদয় বিদারক ঘটনাটি শুনা মাত্রই ফোন দেন সাবেক এম পি এম নাসের রহমান। ‘নাসের রহমানের ফোন পেয়ে কান্নায় ভেঙে পরেন শিশু মা।তখন তিনি নিজের জীবনের শঙ্কার কথা তুলে ধরেন।
বলেন,বাসার মালিক আমাকে থ্রেড দিচ্ছেন’ পাশবিক নির্যাতনের শিকার বড়লেখার সেই থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। সোমবার রাতে শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। নাসের রহমান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে দশটায় মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধিদল নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে দেখা করেন। এর পর ফোনে কথা বলেন নাসের রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
এবং ভুক্তভোগী মায়ের করা মামলা পরিচালনায় আইনজীবির খরচ তার পক্ষ থেকে বহন করা হবে যেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। বলেন,বাসার মালিক আমাকে থ্রেড দিচ্ছেন। আমি কেন শিশুটির নির্যাতনের রক্তমাখা পরনের প্যান্ট বাসার মালিক নিয়ে গেছেন, একথা পুলিশ কেন বলেছি। ঘটনার দিন তারা মেয়েকে নিয়ে হসপিটালে পর্যন্ত যেতে দেয়নি। বাসার মালিক ওইদিন শিশুটির নির্যাতনের প্রমাণ আলামত কাপড় চোপড় নিয়ে যেতে চাচ্ছিলেন। আমাকে তারা সকলে ঘিরে রেখে মানসিক র্টচার করে হসপিটালে যাতে না যেতে পারি। তখন আমি একপ্রকার সাহস নিয়ে সরকারি হসপিটালে যাই।
সেই বেবি ডাইপার প্যান্ট ও পরনের প্যান্ট এখন পুলিশের কাছে। ডিএনএ টেস্টও চলে এসেছে। এ কথা কেন পুলিশকে বলেছি সেজন্য। এখন আমার জানের কোন নিরাপত্তা নেই। এসময় নাসের রহমান তাকে ভয় না করার জন্য বলেন এবং এ মামলায় যেন সঠিক চার্জশীট হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করা হয় সেজন্য তিনি পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে ফলো আপ নিবেন। প্রতিনিধি দলে ছিলেন-মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ,ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের,জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.