বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের সাহেল আহমদ চাচাকে হত্যার চেষ্টা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ১৬, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার জেলা সংবাদদাতা: কিশোর গ্যাংয়ের অন্যতম সাহেল আহমদ ও তার মা সুমি দীর্ঘদিন যাবত চাচার বাড়ি ঘর জোড় পূর্বক দখল করে রয়েছে। সারা এলাকার মুরব্বিদের ও মেম্বার সাহেবের কাছে ২ বছর ধরে মাহফুজর রহমান (মোবারক)মিয়া বিচার সালিশের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু সাহেল আহমদ সোহান তার মা সুমি ইসলাম ও তার বাবা বিচারের কোন তারিখ না দিয়ে ২০ লাখ টাকা দিলে বাড়ীতে ডোকতে দিবেন বলে জানান।মূলত শামছুল ইসলাম উনার ছেলে সাহেল আহমদ ও উনার স্ত্রীর কথার বাহিরে চলতে পারেননা।

বাড়ীর ও আশপাশের লোকমুখে শোনা যায় প্রায়ই পিতা শামছুল ইসলামকে সাহেল ও তার মা অনেক খারাপ ব্যবহার করেন। মৌলভীবাজারের সদরের নাগড়া গ্রামে ভাতিজা সাহেল আহমদ (১৭) মা সুমি ইসলাম (৩৫)এর হাতে চাচা মাহফুজুর রহমান (মোবারক মিয়া ৬২) লাঞ্ছিত হয়েছেন।

১২/৪/২৫ইং তারিখে মৌলভীবাজার সদরের নাগড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোবারক মিয়া ও সামছু মিয়ার উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ চলছিল৷ গতকাল সকালে তিনি বাড়ীতে গেলে পূর্ব পরিকল্পনা মাফিক সাহেল ইসলাম ও তার মা সুমি ইসলাম উনাকে উপর্যুপরি হত্যার উদ্দেশ্যে উনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাঠিতে ফেলে হামলা চালায়। সাহেল আহমেদ দা দিয়ে মাথায় আঘাত করে।

পরে হামলায় আহত মোবারক মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দেখতে পান উনি রক্ত বমি করতেছেন এবং মাথা ও চোখের একপাশ দিয়ে রক্ত ঝড়তেছে। বাড়ীর ও পাশের বাড়ীর লোকজন তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে যান৷ অবস্থার বেগতিক হওয়ায় চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি হয়।

পরে ফের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান- প্রবাসী শামসুল ইসলামের ছেলে সাহেল আহমদ এলাকার কিশোর গ্যাংয়ের লিডার বলে পরিচিত। কয়েকমাস পূর্বে সে তার বন্ধুকে একইভাবে হামলা করতে গিয়ে আহত হয়৷ সে এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। প্রতিদিন রাত আনুমানিক ৯ থেকে ১১টার ভিতরে মটর সাইকেল নিয়ে তার কাছে কিছু কিশোর বাড়ীতে আসা যাওয়া করে। মোবারক মিয়ার ছেলে প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ জানান-আমার ৬২ বছর বয়সী বৃদ্ধ বাবার উপর তাদের পরিকল্পিত।

এ নিয়ে এলাকার সাধারণ জনগণের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে . থানায় মামলা হয়েছে , এস আই মনোজ যখন ১৩ তারিখে মামলার তদন্তে আসেন তখন ও তার ঘরে ৫/৬জন কিশোর ছিল।পুলিশ আসামী ধরার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তানভির আঞ্জুম আরিফ জানান দুঃখের বিষয় হল এত বড় অপরাধী এত বড় ঘটনার পরেও মৌলভীবাজার আদালত থেকে কিভাবে আজ ১৬/৪/২৪ইং তারিখে জামিন পেল।

ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এক হতভাগা পিতার সন্তান হিসেবে দেশ ও দেশের সকল মিডিয়া, প্রশাসন,মহামান্য আদালত,মৌলভীবাজারের জেলা প্রশাসক,পুলিশ সোপার মহোদয়ের কাছে সত্য ও ন্যায় বিচারের জন্য আকুল আবেদন জানিয়েছেন তানভির আঞ্জুম আরিফ।

সর্বশেষ - সংবাদ