এম এ কাইয়ুম (মৌলভীবাজার জেলা সংবাদদাতা): দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজন করে আজ ২২/৩/২০২৫ ইং আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে কুলাউড়া অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সুযোগ্য আহবায়ক সাবেক দুই বারের সফল মেয়র জননেতা জনাব ফয়জুল করিম ময়ূন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুলাউড়া বিএনপি ও অঙ্গ সংগঠন আজ জেলার মধ্যে ঐক্যের ইতিহাস গড়ল। আমি এজন্য সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। ঐক্য থাকলে বিজয় হয়,ঐক্য থাকলে দল শক্তিশালী হয়,ঐক্য থাকলে পরাজিত শক্তি কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা,ঐক্য থাকলে দেশ উন্নত দেশ গড়া যাবে।
আর এটাই জননেতা জনাব তারেক রহমানের স্বপ্ন।
জননেতা জনাব তারেক রহমান চান শিক্ষা স্বাস্থ্য উন্নত সেবা,ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত,জবাবদিহিতা মূলক,বৈষম্য হীন একটি উন্নত বাংলাদেশ।এটা সম্ভব হবে আপনাদের মতো ঐক্যের মাধ্যমেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যড আবেদ রাজা,সাবেক সভাপতি জেলা বিএনপি,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকতুল ইসলাম শকুন,সাবেক সহসভাপতি জেলা বিএনপি। এছাড়াও যুবদল, ছাত্রদল,মহিলা দল,সেচ্ছাসেবক দল,সহ অঙ্গ সংগঠনের প্রায় কয়েকশত নেতাকর্মী।