মোহাম্মদ নুর আলম আকন্দ (নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা): যানজটের শহর শিবু মার্কেট ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বৃদ্ধ মানুষেরা ।
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রতিনিয়ত এই যানজট হয়ে থাকে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর তোয়াক্কা করেনা এই অটো মিশুক মিনিবাস ট্রাক মালবাহী গাড়ি চালকরা।
এলাকাবাসী বাজার কমিটির দাবি এখানে দ্রুত আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থা নেওয়া খুবই জরুরী, এই এলাকায় চাঁদাবাজদের কারণে এইসব যানজট হয়ে থাকে বিশেষ সূত্রে জানা যায় , চাঁদাবাজদের কে রুখতে না পারলে সাধারণ মানুষের জীবনযাপন খুবই দুর্বিষসহ হয়ে উঠেছে , সাধারণ মানুষ যানজটমুক্ত সিবুমার্কেট এলাকা চায়।