চট্রগ্রাম সংবাদদাতা: রাউজানের দ্বিতীয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকা নোয়াপাড়া পথেরহাটের খায়েজ মার্কেটের তিন তলায় আগুন লেগেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ছে ওই মার্কেটটি।
ফায়ার সাভির্সের লোকজন রাত ১১টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানিয়েছেন মার্কেটের স্বত্বাধিকারীদের একজন নাজিম উদ্দীন। তিনি বলেন ‘ওই মার্কেটের যে তিন তলায় আগুন ধরেছে সেখানে এবি ব্যাংকের শাখা রয়েছে।
ওই মার্কেটের বিভিন্ন তলায় রয়েছে আরো ব্যাংক হাসপাতালসহ নানা প্রতিষ্ঠান।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে বলে তিনি জানান। কোন সূত্র থেকে আগুন লেগেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনাকে শত্রুতাবশত বলে মনে করছেন নাজিম উদ্দীন।