সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রায়পুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৭, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুর রায়পুরে চাঁদার দাবিতে এক পোল্ট্রি ব্যবসায়ীকে প্রচন্ড মারধর করে নগদ অর্থ ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া ইউনিয়নের সীমান্তবর্তী ৫ নং ওয়ার্ডস্থ মীরগঞ্জ বাজারে।

ঘটনার তারিখ গত বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে। উল্লেখিত তারিখ ও সময়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৫৫) পিতা মৃত:আহসান উল্লাহ প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারি করে আসছিলেন। রাত পৌনে বারোটায় একই এলাকার জমাদ্দার বাড়ির আলমগীর হোসেন (এর নেতৃত্বে) পিতা :জহির হোসেন ও সঙ্গীয় আরমান, শাহিন এবং বেলাল হোসেনকে নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকানে উপস্থিত হন।

এ সময় তারা জাহাঙ্গীরের কাছ থেকে পূর্ব থেকে দাবিকৃত চাঁদার টাকা দিতে বলে জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকার করায় রাতে জনশূন্যবাজারে তারা ব্যবসায়ী জাহাঙ্গীরের উপর নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায় একপর্যায়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করে। এ সুযোগ সন্ধানে তার ক্যাশে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও দোকানের বেশ কিছু মূল্যবান পণ্য সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ সময় তার সৌর চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসারত ব্যবসায়ী জাহাঙ্গীর গণমাধ্যমগণমাধ্যম কর্মীদেরকে জানান, উল্লেখিত দুষ্কৃতিকারীগন দীর্ঘদিন থেকে আমার নিকট চাঁদা দাবি করে আসছে। হামলার শিকার হয়ে বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি।

তারপরও তারা আমাকে বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং নিরুপায় হয়ে এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। সরেজমিন ঘুরে দেখা যায় ওই এলাকায স্থানীয়দের তথ্যসূত্রে এদের বিরুদ্ধে চুরি ও মারামারি সহ একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। নেক্কারজনক এই ঘটনাটি ঘিরে বাজার ব্যবসায়ী এলাকায় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে স্থানীয়রা রাজনৈতিক শীর্ষ মহলের নেতৃবৃন্দদের কাছে ও পুলিশ প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সংবাদ