মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): পুলিশের অভিযানে মাদক কারবারিরা ধরা পড়লেও অদৃশ্য কারণে জামিন পেয়ে আবার জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়।
পৌরভবন সংলগ্ন এলাকা, মুক্তিযোদ্ধা ফিরোজ আলম সড়কের মাথা, সরকারি কলেজ সংলগ্ন এলাকা, পীর ফজলুল্লা সড়কের এসপি সার্কেল অফিসের পেছনের গলি, বাসস্ট্যান্ড এলাকা, বকসী বাড়ির দিকে যেতে কাঞ্চনপুর রোড, ফিস হ্যাচারির সামনে, মধুপুরের কসাই পট্টি।
উত্তর চর আবাবিল ইউনিয়নের বাংলা বাজার, ঝাউডগী, মতি মেম্বারের গোঁজা, হায়দরগঞ্জ রমিচ উদ্দিন স্কুল সংলগ্ন এলাকা, নুরু বেপারী সড়ক, মিতালী বাজার, শহরের মধ্য খেজুরতলা, সাবেক কমিশনার নূরু খাঁর বাড়ির আশপাশ এলাকা, টিসি রোড, শ্রমিক বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকা, মহিলা কলেজ, বাঁশরী সিনেমা হল এলাকা, মুচিপট্ট, মাদকের অন্যতম স্পট।