মোঃ হাসান, (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): নির্বাচনে ১৬টি পদে লড়াই করছেন ৫৫ জন প্রার্থী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চার জন হলেও প্রচারণার মাঠে মূল আলোচনায় রয়েছে ‘চেয়ার’ প্রতীকের সাইফুল ইসলাম মুরাদ ও ‘আনারস’ প্রতীকের ইব্রাহিম খাঁন।
সভাপতি পদে আরো লড়ছেন ছাব্বির আহমেদ (হরিণ) ও আবদুর রব ছিদ্দিকী (পানির কল)। সিনিয়র সহ-সভাপতি পদে ছানোয়ার পাটোয়ারী (জেব্রা), মোঃ সহিদ উল্যা (তালগাছ), আরিফ হোসেন (ঘোড়া), মোঃ আবু ছালেহ (হাঁস), ও মিজানুর রহমান (বালতি)। সহ-সভাপতি পদে মোঃ সবুজ (ব্যাটারি চালিত অটোরিকশা), মোঃ মিজানুর রহমান (মোরগ), মোঃ বদরুজামান (হেলিকপ্টার), নুর নবী (পেঁপে), ও মোঃ সফিক (ক্যামেরা)। সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন (ছাতা), মোঃ গোলাম মাওলা রনি (দোয়াত কলম), এস, এম মোরশেদ আলম (আম), ও মোঃ আবু জাফর আজাদ (কবুতর)।
সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রব রনি (সেলাই মেশিন), আলী হায়দার (তরমুজ), ও আঃ মালেক (রিক্সা ভ্যান)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়া উল্ল্যাহ মামুন (পানির জগ), ও মোঃ শরিফ উল্যা (ময়ূর)।
দপ্তর সম্পাদক পদে মোঃ জহির হোসেন (ডাব), মোঃ এমরান হোসাইন (টিয়া পাখি), ও মোঃ আঃ খালেক পাটোয়ারী (তালা)। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সুভাষ চন্দ্র সাহা সিবু (হারমোনিয়াম), ফয়েজ আহাম্মদ (ফুটবল), সোহেল আলম (ক্রিকেট ব্যাট), ও মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার (লাটিম)। যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে মোঃ রাজু আহম্মেদ (টেলিফোন), ও মোঃ ওমর ফারুক (মাইক)। কোষাধ্যক্ষ পদে মোঃ রাকিব পাটোয়ারী (ক্যালকুলেটর), মোঃ হেলাল উদ্দিন (রজনীগন্ধা) মোঃ জুয়েল হোসেন (ডালিম) ও জসিম উদ্দিন (পাঞ্জাবি)।
সমাজসেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ এরতেজা উল্লাহ (কদম ফুল), মোঃ আনোয়ার হোসাইন (কাপ পিরিচ), ও মোঃ মামুনুর রশিদ (দোয়েল পাখি)। পাঠাগার ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক পদে উজ্জ্বল চন্দ্র মজুমদার (আলমারি), মোঃ কামাল হোসেন (বই), ও মোঃ কবির হোসেন রাজু (কলম)। সদস্য পদে আবুল হাশেম (আপেল), আব্দুল, আহাদ (শাপলা ফুল), তানভির হাসান (উড়োজাহাজ), নূর হোসেন (আঙ্গুর) জখরুপ ইসলাম (কেতলি) মোঃ গিয়াস উদ্দিন মহব্ব (বেলী ফুল), মোঃ ওমর ফারুক (টেবিল), খায়রুল আলম (হাতি), মোঃ ইসমাইল হোসেন (বৈদ্যুতিক ফ্যান),হোসেন সওদাগর (কেচি)