মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ০৭ নং বামনি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কলাকোপা জামাতের উদ্যোগে অসহায় রুবেল হোসেনকে বসবাসের জন্য টিন সেটের একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
২রা মে, রোজ শুক্রবার বাদ আসর জামাতের নেতৃবৃন্দ ও স্থানীয়দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে ঘরটি উদ্বোধন করা হয়। জামাতের সূত্রে জানা যায়, উপজেলায় ৭ নং বা মনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেজাব গাজি বাড়ির রুবেল হোসেনের বিগত বন্যায় ও প্রাকৃতিক দুর্যোগে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে জামাতে ইসলামীর নেতারা।
জামাতের কয়েকজনের অর্থায়নে বাড়িটির নির্মাণ কাজ শেষ করে আজ ২রা মে শুক্রবার তা উদ্বোধন করা হয়েছে। ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং বামনি ইউনিয়ন জামাত ইসলামের আমির মনজুরুল কোবির বি,এস,সি, ইউনিয়ন জামাতের সেক্রেটারি আলতাফ হোসেন ওয়ার্ড জামাতের সভাপতি ওসমান গনি ,সেক্রেটারি জাহাঙ্গীর আলম ,সহ, ইউনিয়ন ও ওয়ার্ড জামাত ইসলামের নেতা কর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জামাতের আমির মনজুরুল কবির বলেন জামাত ইসলামী এমন একটি গণমুখী রাজনৈতিক দল এই দল জনগণের জন্য কাজ করে। আপনারা দেখেছেন আমরা সব সময় অসহায় গরিব ,মিসকিন দের পাশে এগিয়ে আসি বিগত সময়ে বন্যা কালীন মাঝে আমরা ঘরে ঘরে তাদেরকে ত্রাণ পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আগামীতেও আমরা গরিবের পাশে থাকব।
পরবর্তী বিভিন্ন পরিবারের পূর্ণবাসন ও সংস্কার কার্যক্রমে ইউনিয়ন জামাতের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার ওই ধারাবাহিকতায় আমরা রুবেল হোসেন কে জামাতের উদ্যোগে নতুন ঘর উপহার দিতে পেরে আনন্দিত। ঘর পাওয়া রুবেল হোসেন গণমাধ্যমকে জানান ,আমরা জামায়াতে ইসলামের সহযোগিতায় নতুন ঘর পেয়ে অনেক খুশি হয়েছি এই জন্য জামাতে নেতাদের জন্য সবসময় দোয়া করব এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।