বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রূপগঞ্জে ইমান ভূইয়া স্কুল অ্যান্ড কলেজে কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ১৭, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ নওয়াব ভূইয়া রূপগঞ্জ সংবাদদাতা):  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামসাইর গ্রামে অবস্থিত ইমান ভূইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ই নভেম্বর অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের তত্ত্বাবধানে মাহমুদুল হাসানের পরিচালনায় এই অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নওয়াব ভূইয়া এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তা ইসলাম, লাখি আক্তার, মিথিলা আক্তার, তাহমিনা আক্তার, নাদিয়া আক্তার, আরিফা আক্তার প্রমুখ। কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১২ জন বিজয়ী হয়। বিজয়ীরা হলো দশম শ্রেণির উষ্ণতা আক্তার তিশা, উম্মে সালমা, মো: সৌরভ হোসেন।

নবম শ্রেণির ছাদিয়া আক্তার, তাশফিয়া আক্তার, সিয়াম মিয়া। ৭ম শ্রেণির ছোয়া আক্তার, মোঃ ছাব্বির হোসেন, মুন্নি আক্তার, ৬ষ্ঠ শ্রেণির মোঃ সাজিম মিয়া, মোসাঃ মিনানুর আক্তার এবং আয়েশা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- কুরআন প্রতিযোগিতার যারা আয়োজন করেছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আল্লাহ নেক দান করবেন। কারণ কুরআনের প্রত্যেক হরফ পাঠের বিনিময়ে ১০ টি করে নেক দান করেন। আমরা মুসলমান কিন্তু ইসলামের অনেক কিছু জানি না। তাই বিভিন্ন সংগঠন যদি কুরআন প্রতিযোগিতার আয়োজন করে তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম এবং শিখতে পারতাম। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার দেওয়া হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - সংবাদ