মোঃ নওয়াব ভূইয়া (রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা): আজ ২০মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল সমগ্র উপজেলার স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভা কেন্দ্রে একযোগে প্রকাশ করা হয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা শাখায় প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০০ শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮শত শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও প্রায় ১ হাজার শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া কৃতিত্ব অর্জন করে।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির আহবায়ক কমিটির পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।