মোঃ নওয়াব ভূইয়া (রূপগঞ্জ সংবাদদাতা): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, সুইসগিয়ার, চারটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। গত ৩০অক্টোবর বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আতলাশপুর গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে ফেরদৌস(৩৯), মোস্তফা মিয়ার ছেলে আলী মিয়া(৪০), আব্দুল হকের ছেলে ইমন মিয়া(১৮), আব্দুল বারেক মিয়ার ছেলে নূর আলম(৩৫), কাউছারের ছেলে শাহরিয়ার রানা(২০)।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।