মোহাম্মদ রফিকুল ইসলাম,( খুলনা জেলা সংবাদদাতাঃ) ঐতিহ্যবাহী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ বছরের শিক্ষকতা সহ ২৫ বছরের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের শেষ কর্ম দিবস আজ ৩০ শে জুন শেষ করলেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ।
তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দীর্ঘ ৩৫ বছর ধরে ঐতিহ্যবাহী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন আসছিলেন, আজ ৩০ শে জুন তার স্কুলে শিক্ষকতা জীবনের শেষ কর্ম দিবস পার করলেন। তিনি দীর্ঘ ২৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন
, তিনি বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, সহকর্মী এবং উপজেলাধীন সকল স্কুল ও মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ও সুপার, অভিভাবক এবং এডহক কমিটির সম্মানিত সভাপতিসহ সদস্য মন্ডলীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।
এসময় শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও এডহক কমিটি তাকে ফুলের শুভেচ্ছা জানান, তিনি সকলের ভালোবাসায় সিক্ত হন। প্রয়াত প্রধান শিক্ষক মতিউর রহমানের নামে বিদ্যালয়ের মিলনায়তনের নাম ফলক উন্মোচন এর মাধ্যমে দিবসটির পরিসমাপ্তি ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছে জৈষ্ঠ শিক্ষক সালমা ইয়াসমিন। এ সময় প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সকলের দোয়া কামনা করেন।