রফিকুল ইসলাম (খুলনা জেলার সংবাদদাতা ): রূপসার ঘাটভোগ গ্রামে ৩ মে সন্ধ্যায় জমিজমা সক্রান্ত বিবাদের জেরে ভাতিজা মোঃ মামুন শেখ (৩০)ও সুমন শেখ (২৪) তাদের আপন ছোট চাচা মোঃ রেজাউল শেখ (৫৫) এর সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে মামুন শেখ বাশের লাঠি দিয়ে মেরে আহত করে।
এ সময় আহতের মেয়ে তনু(১৫) তার পিতার চিৎকার শুনে এগিয়ে আসলে সুমন শেখ তার চুল ধরে মাটিতে ফেলে দেয়। তাদের সেজ চাচা মোঃ আলী আহম্মেদ শেখ (৬৮) মামামারি ঠেকাতে গেলে তাকেও মারতে উদ্যত হয় এবং মোঃ রেজাউল শেখ এর শার্ট ছিড়ে ফেলে শার্টের পকেটে থাকা বিশ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত কে রাতে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহতের ভাই মোঃ আলী আহম্মেদ শেখ জানান, জমিজমা বিষয়ে বিবাদ থাকার কারনে আমিন দিয়ে জমি মাপার কথা ছিলো আগামী সোমবার। জমি মাপা হলে সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং বিবাদ মিটে যাবে। আমিন আসার কথা শুনে আমার দুই ভাতিজা ক্ষিপ্ত হয়।
আমার ভাই ৩ তারিখ সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল এ সময় আমার দুই ভাতিজা তার উপর চড়াও হয়ে মেরে আহত করে। ভাতিজি ঠেকাতে আসলে তার চুল ধরে মারে। আমি ঠেকাতে আসলে আমাকেও মারতে উদ্যত হয়। তারা ভাইয়ের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয় এবং গায়ের জামা ছিড়ে তচনছ করে ফেলে। পরে ভাইকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।