বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রূপসায় র‍্যাবের হাতে ২০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ১৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ র‌্যাব -৬ খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মধ্য রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে খুলনা জেলার রূপসা থানার খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দেয়। গাড়িটি রাস্তার পাশে থামলে গাড়িতে থাকা যাত্রী মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, গ্রাম ধুলিয়া, থানা- সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরা ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

সর্বশেষ - সংবাদ