মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): পূর্ব রূপসা থানা শ্রমিকদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মো. মাছুম বিল্লাহকে আহবায়ক ও মো. আবু সাঈদ গাজীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম।
রবিবার (১৮ মে) স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দীন হাওলাদার, যুগ্ম আহবায়ক মো. ইউনুস গাজী, যুগ্ম আহবায়ক আব্দুল বারিক শেখ,
যুগ্ম আহবায়ক মো. লাবলু শেখ, যুগ্ম আহবায়ক মো. আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক মো. তরিকুল ইসলাম, সদস্য মো. মিজানুর রহমান, মো. সাব্বির হোসেন, মো. গোলাম রসুল মোল্লা, মো. আলী আকবর রাজু, মো. রানা শেখ, মো. জাকির শেখ, মো. বেল্লাল শেখ, মো. নাসির, মো. বাদশা হাওলাদার, মো. মহব্বত বেপারি, মো. খোকন বেপারি, মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ৯০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি এবং ইউনিট কমিটি গঠন করে পূর্ব রূপসা থানা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য পূর্ব রূপসা থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।