জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের টিকেট বিক্রির সময় হাতেনাতে কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর।
রবিবার দুপুর ১টা দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ট্রেনের ৩২টি টিকিট জব্দ করা হয়।
রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৪ জামালপুর ।
আটককৃতরা হলেন- উপজেলার চরবাহাদুরাবাদ এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. শুকুর আলী (২৪), বালুগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. জীবন মিয়া (২২), চর বাহাদুরাবাদ এলাকার মৃত মাস্টারের ছেলে মো. রাজা মিয়া (২২) ও বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা এলাকার মো. শাহীর ছেলে মো. আরিফ হোসেন (২১), বগারচর এলাকার মো. মফিজুল হকের ছেলে মো. মোজাফ্ফর হোসেন (২৬), প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল দেওয়ানগঞ্জ স্টেশন এলাকার সসারিয়া বাড়ি এলাকায় মো. হারুনর রশিদের ফ্লেক্সিলোডের দোকানের পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ট্রেনের টিকেট কালোবাজারি করে বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, আটককৃতের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করতঃ হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বা কা/ ইসমাইল হোসেন