মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে (হে নবী নিশ্চয়ই, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি) এবং আপনি সালাত কায়েম করুন আর আপনার প্রভুর নামে কোরবানি করুন।
( সূরা আল কাউসার) আসছে পবিত্র ঈদুল আজহা তাই ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন স্থানে জমজমাট গরুর বাজার হচ্ছে। তাই তারই ধারাবাহিকতায় লক্ষীপুর জেলার বাহার আলি মোল্লারহাটে প্রতি শনিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ও ছাগল বিক্রি হচ্ছে।
এই সময় কয়েকজন বেপারীর সাথে আলাপ করতে জানতে পারলাম অন্যান্য বছরের তুলনায় এবছর গরু এবং ছাগলের দাম অনেক বেশি। বিক্রেতারা বলেন, গরুর খাদ্যের দাম অনেক বেশি সেজন্য গরুর এবং ছাগলের দাম অনেক ঊর্ধ্বে। এ সময় তাদের কাছ থেকে আরও জানতে পারলাম অন্যান্য বছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর গাড়ি আসা থেকে অনেকে চাঁদা নিতে, তবে এবছর তাদেরকে চাঁদা দিতে হচ্ছে না এইদিকে বেপারীগণ অনেক খুশি।
বিশেষ করে দেশের উত্তরঞ্চল থেকে গরু আসা শুরু হচ্ছে। আমরা পুরো মাঠ ঘুরে দেখতে পারলাম যে বিশেষ করে যশোরের অনেক রংবেরঙ্গের গরু আসছে। আমরা আরো জানতে পারলাম গরু বিক্রেতা এবং ক্রয় দাতা তাদের বাজারের খাজনা ও অনেক সীমিত। বিগত সময়ে বাজারের খাজনা তাদের মন মত নিত এজন্য তখন অনেকে অসন্তুষ্ট ছিল তবে একটা জিনিস জানতে পারলাম এ বছর বাজারের খাজনা তুলনামূলক কম আছে।
বিক্রেতারা বলেন আরো কিছুদিন পরে গরু এবং ছাগল বেচাকেনা হার বেড়ে যাবে সেজন্য তারা অনেকেই গরু ছাড়তে চান না। আমরা আশা করি পবিত্র ঈদুল আযহা যতই ঘনিয়ে আসবে ততই ক্রেতার সংখ্যা বেড়ে যাবে।