মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় লায়ন জিয়াউর রহমান জিয়া শেখকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করে বরণ করে নিয়েছে ৩ নম্বর গাংনী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল নেতাকর্মীরা স্থানীয় এক সভা-সমাবেশে জড়ো হন।
অনুষ্ঠানস্থলে লায়ন জিয়া পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানান নেতাকর্মীরা। পরে আনন্দের অংশ হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন আফতাব শেখ, আবু বক্কার খান, মাহাবুর মোল্লা, সোহেল মোল্লা, মোহাম্মদ আকিত শেখ, রুবেল মোল্লা, বনি আমিন শেখ, জিকরুল মোল্লা, মেরাজ ফকির, রুবেল মোল্লা (২), মোহাম্মদ আকিজ শেখ, মোহাম্মদ রিপনসহ গাংনী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। নবনিযুক্ত সদস্য সচিব লায়ন জিয়া তাঁর বক্তব্যে বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।
ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে যুবদলকে সংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মোল্লাহাট উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।