রফিকুল ইসলাম (চট্টগ্রাম জেলা সংবাদদাতা): চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তরগত ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শেখটোলা গ্রামে আলাউদ্দিন মালিকানাধীন ও বিপ্লব দাস মালিকানাধীন ক্বাজী ষ্টোর বনাম কিং ষ্টার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আজ (রোববার) ৯ই ফেব্রুয়ারী শেখটোলা গ্রামের খোলা মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এই সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মীরস্বরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মীরস্বরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য দিদারুল আলম চৌধুরী, উক্ত ফুটবল টুর্নামেন্ট সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জামশেদ আলম চৌধুরী ( তপু) ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সামছুল আলম, ধারাভাষ্যকার সহকারী হিসাবে উপস্থিত ছিলেন সামসুদ্দোহা আরিফ, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা চাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (জিহান),চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক নুর উদ্দিন সেলিম, সাবেক মীরস্বরাই উপজেলা যুবদলের নেতা নজরুল ইসলাম, অএ খেলায় পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম, খেলার প্রথমার্ধে ক্বাজী ষ্টোর বনাম কিং ষ্টার ফুটবল টুর্নামেন্ট ক্বাজী ষ্টোর কিং ষ্টারকে ১টি ঘোল করেন।
বিরতির পরে দ্বিতীয়আর্ধে কিং ষ্টারকে ক্বাজী ষ্টোর ২ টি ঘোল করে ক্বাজী ষ্টোর বিজয়ী হন।এই উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতি তাহার এক বক্তৃতায় বলেন আপনারা যার ক্রিড়া প্রেমিক ভাইয়েরা আপনারা সকলে আজকের সার্ভিক শৃঙ্খলা বজায় রেখে খেলা।
আরো বলেন আজকের ফুটবল টুর্নামেন্টে খেলায় সকল সহযোগিতা করেন দিদারুল আলম চৌধুরী।তাই আমি সেই জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।