জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): মধুটিলা ইকো পার্ক এর নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র শেরপুর জেলা টিকিট কাউন্টার এ কোনো মূল্য তালিকা নেই।
টিকিট মূল্যের নামে চাঁদা তুলার পাহাড় প্রতি মটর সাইকেল বাবদ নিচ্ছে ১০০ টাকা বাস গাড়ি বাবদ ১০০০ থেকে ১২০০ টাকা অটো গাড়ি বাবদ ৩৫০ টাকা যেখানে মটর সাইকেল বাবদ নির্ধারিত মূল্য ২০ টাকা(প্রতিজন ১০টাকা) বাস গাড়ি বাবদ ২০০ টাকা (প্রতিজন ১০ টাকা) অটো গাড়ি ৫০ টাকা (প্রতিজন ১০ টাকা) আমরা তৎক্ষনাৎ এর প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে মূল্য তালিকা জনসম্মুখে লাগানো হয়।
জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকের পর থেকে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিবেন না।বলে বৈষম্যবিরোধী ছাত্র জনতা দাবি।