নকলায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে মোটরযানের উপর চেকপোস্ট পরিচালনা করেন
শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী এবং নকলা থানা ট্রাফিক পুলিশ যৌথভাবে মোটরযানের উপর সকাল ১০ ঘটিকায় নকলা উপজেলার হলপট্টি মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন উক্ত চেকপোস্টে মোটরযানের বিভিন্ন আইনে একাধিক মামলা দেওয়া হয় এবং ৫ টি মোটরসাইকেল ও ১ টি
সি এন জি আটক করা হয়।
আটকৃত মোটর সাইকেল ও সিএনজি নকলা থানা পুলিশ হেফাজতে আছে।
ক। মোটরসাইকেলঃ-৬০ টি,
★ প্রসিকিউশন মামলা হয়েছেঃ-০৭টি,
জরিমানাঃ- ৮,৫০০ টাকা।
খ। ট্রাকঃ- ০৩ টি,
★প্রসিকিউশন মামলা হয়েছেঃ- ০১টি,
জরিমানাঃ- ২,০০০ টাকা।
গ। বাসঃ- ১১ টি,
★প্রসিকিউশন মামলাঃ- ০২টি,
জরিমানাঃ- ২,০০০ টাকা,
*সর্বমোটঃ- ১২,৫০০ টাকা মাত্র।*
*আটক করা হয়েছে:-*
০৭x মোটরসাইকেল,
০১× সিএনজি,
উক্ত যানবহন প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জব্দ করে নকলা থানায় হস্তান্তর করা হয়।
উক্ত চেকপোষ্টি সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মাসুম এবং নকলা ট্রাফিক টি এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচলিত হয়।