এম এ কাইয়ুম (মৌলভীবাজার জেলা সংবাদদাতা): নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতি শীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাএা পথে উওরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ ফেব্রুয়ারি সমবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মো. মুজিবুর রহমান চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক ও সাবেক ২ বারের সফল পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। সমাবেশ সঞ্চালনায় করেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল হয়ে উঠে লোকে লোকারন্য। প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেন প্রতিটি নেতাকর্মী আজ থেকে প্রস্তুত থাকবেন। অতীতে যে ভাবে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে সৈরচার মুক্ত করা হয়েছে সংস্কারের নামে যদি কোন গনতন্ত্র বিরোধী কৌশল অবলম্বন করা হয় প্রয়োজনে আবার রক্ত দিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জননেতা জনাব এম নাসের রহমান বলেন এত বড় সৈরাচার ১ সপ্তাহের আন্দোলন করে বিদায় করেছেন বলে যে ডোল পেটানো হচ্ছে তা পাগলেও বিশ্বাস করবেনা।১৭ বছর গুম খুন হামলা মামলার স্বীকার হয়ে প্রায় ৪৫০ বিএনপির লোক শহীদ হয়ে সৈরাচার বিদায় ঘন্টা বাজিয়েছে বিএনপি। আর এর একমাত্র পরিকল্পনা জননেতা জনাব তারেক রহমান।
সভাপতির বক্তব্যে জনাব ফয়জুল করিম ময়ূন বলেন আমরা মৌলভীবাজারবাসী বঞ্চিত মিরপুর থেকে ৪লাইন রাস্তা শ্রীমঙ্গল মৌলভীবাজার শেরপুর বাইপাস সড়ক,মৌলভীবাজার থেকে রজনগর হয়ে বিয়ানীবাজার পর্যন্ত ৪ লাইন রাস্তা করতে হবে।নতুবা জেলা বাসীকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। পরিশেষে সমাবেশ সফল করায় সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।