সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাংবাদিকের ওপর হামলা; সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী ( সাতক্ষীরা জেলা সংবাদদাতা):  সাতক্ষীরার তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে মেয়ের জন্ম নিবন্ধন এবং ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, অর্থ সম্পাদক আলী মুক্তদা হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, এম ইদ্রিস আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রানী, রিয়াজুর ইসলাম, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, এ ছাড়া উপস্থিত ছিলেন আবু রাইহান, রুহুল আমিন, আরিফুল ইসলাম, আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, প্রমুখ।

সভায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টায় দিকে ইসলামকাটী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় সন্ত্রাসী রমজান আলী সরদার কতৃক সাংবাদিক হামলার শিকার হয়। এবং মাথায় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।

এ ঘটনায় সাতক্ষীরা তালা থানায় মামলা দায়ের করা হলেও সন্ত্রাসী রমজান আলী সরদার কে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তবে তালা থানার ওসি শাহিনুর রহমান মামলা গ্রহণ করে আসামীদেরকে গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলা কারীদের বিচার নিশ্চিত করা হবে। এই ঘটনার জন্য আমি নিন্দা জানাই।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত