সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৬.১১৫ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ১১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (সাতক্ষীরা জেলা সংবাদদাতা): সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৬.১১৫ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি।

১১ নভেম্বর সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে।

তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০১ আরবি হতে ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।  আনুমানিক সকাল সাড়ে ৮  টার দিকে কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গগল দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি আভিযানিকদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজারমূল্য- ৮,৯৮,৯০৫/- (আট লক্ষ আটানব্বই হাজার নয়শত পাঁচ) টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সংবাদ