সাতক্ষীরা জেলা সংবাদদাতা: সাতক্ষীরায় তালায় কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। আজ ১৪-১১-২০২৪ ইং তারিখ উপজেলা সমবায়ী কার্যালয়, তালা, সাতক্ষীরায় সকাল ১১ টা থেকে তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনী মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২ টা পর্যন্ত চলমান থাকে। সমিতির ৫টি পদে, ৫টি মনোনয়নপত্র বিক্রয় হয়।
সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেন জনাব প্রশান্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক পদে জনাব অলক কুমার ঘোষ, সহ-সভাপতি পদে সুকুমর কুমার ঘোষ, সদস্য পদে গৌতম গোলদার ও সুশান্ত কুমার ঘোষ উক্ত মনোনয়নপত্র বিক্রয় সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি জনাব রাজিব প্রসাদ ঢালী সদস্য মোঃ আরিফুজ্জামান ও মোঃ শরিফুল ইসলাম।