শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাতক্ষীরার তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ১৬, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (খুলনা ব্যুরো):  জেলার তালা উপজেলার মাঝিয়াড়া বুঝতলায় আব্দুর রহমান মোড়লের মৎস্য ঘেরে গত শনিবার দিবাগত রাতে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। সরেজমিনে শনিবার সকালে ঐ মৎস্য ঘেরে গিয়ে দেখা যায়, বাগদা,গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভাসছে।

এসময় ঘের মালিক আশরাফ মোড়লের পুত্র আব্দুর রহমান অভিযোগ  করে বলেন, আমার পাশ্ববর্তী ঘের মালিক যুবলীগ নেতা সিরাজুল ইসলামের পিতা মোবারক খাঁ গত কয়েক বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে আমার সাথে খারাপ আচরণ করে আসছিল এবং আমার দখলকৃত ৫ বিঘার মৎস্য ঘেরটি তারা মাছ চাষ করার জন্য  নানা যড়যন্ত্র করে আসছিল। সে কারনে গত ১৬ নভেম্বর দিবাগত রাতে আমি ঘেরে না থাকার সুযোগে আমার মৎস্য ঘেরে বিষ দিয়েছে তারা।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন,তারা আমার সব শেষ করে দিয়েছে।আমি গরিব মানুষ আমার আর কিছুই রইলো না।

বিষয়টি নিয়ে আমি তালা থানায় জানিয়েছিলাম। পুলিশ এসে দেখে গেছে। আমি এর সঠিক বিচার চাই। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোবারক খাঁর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে সে মিথ্যা  অভিযোগ করছে।বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত