প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরার বিনেরপোতা ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

এম ইদ্রিস আলী (খুলনা ব্যুরো): সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার বিসিক সংলগ্ন মেঘনার মোড় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাক পাটকেলঘাটা গামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।
আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.