প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে রূপসাঘাটে টোল মুক্ত করার দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন

মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): একসাথে এত মানুষের জমায়েত রুপসার মানুষ আগে কখনো ও দেখেছে কিনা তা বোধ হয় হলফ করে বলা কঠিন। হাজার হাজার প্রতিবাদী মানুষের মিলন মেলা যেন এক জন সমুদ্রে পরিণত হয়েছিল ঐতিহ্যবাহী রুপসা ঘাটে। ঘাটের ইজারাদার দের টোল ওঠানোর নামে সাধারণ মানুষের কাছে চাঁদাবাজির প্রতিবাদে প্রত্যন্ত অঞ্চল থেকে সামিল হয়েছে বহু মানুষ।
গণজমায়েতের নির্ধারিত সময়ের আগে থেকেই রুপসা স্ট্যান্ড ও ঘাটের প্রধান সড়ক গুলোতে ছিল টোল এর বিরুদ্ধে হাজার মানুষের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি। রূপসার বুকে সর্বসাধারণের প্রতিবাদী কন্ঠ যেন প্রতিধ্বনিত হচ্ছিল হাজার মানুষের হৃদয়ে।
রূপসাঘাটে টোলের নামে চাঁদাবাজি বন্ধ করো করতে হবে স্লোগানের স্লোগানে মুখরিত ছিল পুরো,ঘাট জুড়ে। টোল এর নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে সাধারণ জনগণের সাথে সামিল হয় সকল রাজনৈতিক দল, ছাত্র, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। গণমাধ্যমের কর্মীরা এই মানববন্ধনে রাখে ব্যাপক ভূমিকা। গণমাধ্যমের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে এই মানববন্ধনের কার্যক্রমকে অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের এই হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। অনুতি বিলম্বে এই দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির কথা জানানো হয়।
রুপসা বাসীর প্রাণের দাবি ইজারাদারি উঠিয়ে রুপসার এই ঘাটে ফেরি চালু করে রূপসার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার কথা তারা তুলে ধরেন। মানববন্ধন কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এরপর মানববন্ধনের দায়িত্বশীলরা খুলনা ডিসির নিকট স্মারকলিপি প্রেরণ করেন। এভাবে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি চলার পর শেষ হয়।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.