আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নীলফামারী আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
আগামীকাল ১৭ই মে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ। এদিকে নীলফামারী জেলা শহরে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
এছাড়া ১৮ ও ১৯ মে তিনি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় পথসভা ও সংবর্ধনায় অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন।
এছাড়াও প্রস্তুতি সভা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে মাইকিং এবং ব্যানার-ফেস্টুন স্থাপন। সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল হোসেন বলেন, প্রিয় নেতা প্রকৌশলী তুহিন ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার মতো একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদকে পেয়ে আমরা নতুনভাবে উচ্ছ্বাসিত।
তার হাত ধরে নিশ্চিত হবে এ জেলার আগামীর উন্নয়ন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, তুহিন ভাইয়ের আগমন বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
আমরা এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার বলেন, তুহিন ভাইয়ের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা আমাদের অহংকার, তার আগমনে পুরো নীলফামারী জেলা বিএনপি এক নতুন আবেগে ভাসছে।