মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ
সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশের আম্মা শাহানারা বেগমের জানাজার নামাজ ১৩ মে যোহর নামাজ বাদ রূপসা উপজেলার আইচগাতীর রাজাপুর ছালেহিয়া ইউছুফিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।জানাজা নামাজ শেষে রাজাপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ ও দাফনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
তার মৃত্যু সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে তার নিজ বাসভবনে হিন্দু, মুসলিম সহ সর্বস্তরের মানুষ ছুটে আসেন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
উল্লেখ্য,শাহানারা বেগম গতকাল সন্ধ্যায় সাড়ে ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)