সোলাইমান খান রাব্বি (বিশেষ সংবাদদাতা): সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) শ্বশুরবাড়ি থেকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দইটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়।
দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে। স্থানীয় জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। ওসি আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণভাগের কাশেম নগর এলাকার বাসিন্দারা আটক করে আমাদের খবর দিলে আমরা থানায় নিয়ে আসি।
তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশে অনেকগুলো মামলা আছে উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার চৌধুরী। চিনি চোরাচালানসহ নানা অপরাধে জড়িত।
পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।