এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের মন্ডলের হাটে সরকারি খাস জমি দখল করে চালাঘর নির্মাণ করেছে ইউনিয়ন ও উপজেলা জামায়াত ইসলাম এর নেতারা।
মন্ডলের হাটে ক্ষমতার প্রভাব খাটিয়ে খাস জমি দখল করেন ইউনিয়ন ও উপজেলা জামায়াত ইসলামের নেতারা। এ বিষয়ে এলাকাবাসীরা জানায় মৌখিকভাবে আমরা সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে অবগত করেছি, কিন্তু উক্ত জায়গা উদ্ধারে এখন অবধি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার জাহিদুল ইসলাম জানায় জামায়াত ইসলামের লোক ফারুক এর সহযোগিতায় এই খাস জমির ওপর ঘর নির্মাণ করা হয়।
এলাকাবাসীর দাবি প্রশাসন যেন দ্রুত জামায়াত ইসলামের হাত থেকে নিজ দখলে রাখা জায়গার উপর থেকে চালাঘর উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করেন।